ফরাসি ফুটবলার আতোঁয়া গ্রিজম্যানের জন্য বাই-আউট ক্লজ বাবদ অ্যাটলেটিকো মাদ্রিদকে ১২০ মিলিয়ন ইউরো দিয়েছে বার্সেলোনা। ২০২৪ সালের ৩০ পর্যন্ত চুক্তিতে বার্সেলোনা গ্রিজম্যানের রিলিজ ক্লজ রেখেছে ৮০০ মিলিয়ন ইউরো।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে ২০১৮’র বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড গ্রিজম্যানের ন্যু ক্যাম্পে আসার খবর নিশ্চিত করে বার্সেলোনা।
গত বছরের গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় প্রায় চলেই এসেছিলেন ফরাসি তারকা। যদিও পরে আর বার্সায় আসা হয়নি তার। বার্সায় নাম লেখানোর পর গ্রিজম্যান বলেন, এখন আমার সময় এসেছে নতুন গন্তব্যে যাওয়ার চ্যালেঞ্জ নেয়ার। বার্সেলোনার ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে আমি দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞাবদ্ধ।
গত বছর রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল উপহার দেন গ্রিজম্যান। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনি হয়েছিলেন ম্যাচ সেরা। ২০১৪-১৯ পর্যন্ত আটলেটিকো মাদ্রিদের হয়ে ১৮০ ম্যাচে ৯৪ গোল পেয়েছেন গ্রিজম্যান।
বিডি প্রতিদিন/ফারজানা