বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত খেলেছেন টাইগার তারকা লিটন দাস। নিজের প্রথম বিশ্বকাপে মোট ৫ ম্যাচে ৪৬.০০ গড়ে করেছেন ১৮৪ রান। এই ভালো সময়ে নিজের দ্বিতীয় ইনিংসেরও সূচনা করতে চান এই টাইগার ব্যাটসম্যান।
আগামী ২৮ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। যার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদনও করেছে তিনি। ছুটি ছেয়েছেন আগামী ৫ আগস্ট পর্যন্ত।
আগামী ২৬ জুলাই থেকে কলম্বোয় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৬, ২৮ ও ৩১ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ