ভাইয়ের মৃত্যুর কারণে মন্ট্রিয়ালে চলমান রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম অনুশীলন ক্যাম্প থেকে দেশে ফিরে গেছেন কোচ জিনেদিন জিদান। ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কোচ জিনেদিন জিদানের ভাই ফরিদ জিদানের মৃত্যুতে শনিবার মন্ট্রিয়ালে অনুশীলনের আগে পুরো দল এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে জিদান ইতোমধ্যেই ক্যাম্প ছেড়ে দেশে ফিরে গেছেন।’
জিদানের অনুপস্থিতিতে সহকারী কোচ ডেভিড বেত্তোনির অধীনে অনুশীলন সেশন পরিচালনা করা হয়েছে।
গত মার্চে দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিদান। ২০১৮ সালে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর জিদান মাদ্রিদের কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম