লর্ডসে আজ রবিবার স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের। এর পরই মর্যাদাকর অ্যাশেজ সিরিজে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট থেকে সেমিফাইনালে ছিটকে পড়া অস্ট্রেলিয়া এবার নজর দিচ্ছে অ্যাশেজ সিরিজে।
আগামী ১ আগস্ট এজবাস্টনে শুরু হতে যাওয়া পাঁচ টেস্ট সিরিজের জন্য শনিবারই ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এ দলে জায়গা হয়নি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের। জায়গা পেয়েছেন গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে বল টেম্পারিং করা ক্যামেরন বেন ক্রফট। আছেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারও।
ম্যাক্সওয়েল ও স্টয়নিস উভয়েই ব্যাট হাতে বিশ্বকাপে ব্যর্থ হয়েছেন। ব্যাট হাতে বার বার একই ভুল করার জন্য দারুণভাবে সমালোচিত হচ্ছেন ম্যাক্সওয়েল।
ঘোষিত দলে আছেন বিশ্বকাপ খেলা সাত, ইংল্যান্ড সফররত অস্ট্রেলিয়া ‘এ’ দলের ১৫ জন। এছাড়া বর্তমানে কাউন্টি ক্রিকেট খেলতে থাকা তিনজন পেসার পিটার সিডল ও ব্যাটসম্যান বেনক্রফট ও মার্নাস লাবুশেন।
আগামী ২৩-২৬ জুলাই সাউদাম্পটনে অস্ট্রেলিয়া বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দলের মধ্যকার ম্যাচ শেষে চূড়ান্ত দল বাছাই করা হবে।
জাতীয় দল নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘গত বছর টেস্ট ক্রিকেটে এবং দক্ষিণ আফ্রিকা সফরে ক্যামেরন খুবই ভাল করেছে। বর্তমানে ডারহামের হয়ে সে কাউন্টি খেলছে।’
প্রাথমিক দল:
ক্যামেরন বেনক্রফট, জ্যাকসন বার্য, জো বার্নস, এ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, জন হল্যান্ড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁয়, মিচেল মার্শ, মাইকেল নেসার, টিম পাইন, কুর্তিস প্যাটারসন, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ক্রিস ট্রেমেইন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম