দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দলের প্রাক্তন স্ট্রাইকার মার্ক ব্যাচেলর দেশটির সবচেয়ে বড় শহর জোহানেসবার্গে আততায়ীর গুলিতে নিহত হলেন। সোমবার গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে একাধিক বার গুলি চালানো হয়। খবর এই সময়ের।
জোহানেসবার্গ পুলিশের মুখপাত্র কর্নেল লুঙ্গেলো লামিনি জানিয়েছেন, মোটরবাইকে সওয়ার হয়ে তার গাড়ি কাছে পৌঁছে যায় দুই দুষ্কৃতী। এরপর ব্যাচেলরকে নিশানা করে তারা গুলিবৃষ্টি শুরু করে। এতে গাড়ির ভিতরেই মারা যান প্রাক্তন ফুটবলার। গাড়ি থেকে কিছু চুরি যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমেছেন গোয়েন্দারা। বিস্তারিত তদন্তে হত্যার কারণ সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করছে পুলিশ। স্ট্রাইকার হিসেবে আক্রমণাত্মক মার্ক ব্যাচেলর দক্ষিণ আফ্রিকার দুই সবচেয়ে জনপ্রিয় দল কাইজার চিফস এবং অরল্যান্ডো পাইরেটসে দীর্ঘ দিন খেলেছেন। জাতীয় দলের সদস্য হিসেবেও দেশের হয়ে একাধিক ম্যাচে তিনি গোল পেয়েছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে।
বিডি-প্রতিদিন/শফিক