Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ জুলাই, ২০১৯ ০১:১১

কোহলিদের হেড কোচ হওয়ার ন্যূনতম শর্ত কী?

অনলাইন ডেস্ক

কোহলিদের হেড কোচ হওয়ার ন্যূনতম শর্ত কী?
ফাইল ছবি

বিশ্বকাপের সেমিফাইনালে বিদায় এবং তার জেরে বিতর্কের পর এবার ভারতীয় ক্রিকেট দলের হেড কোচসহ সাপোর্ট স্টাফ খুঁজতে বিজ্ঞাপন দিল বিসিসিআই। শুধু তাই নয়, দ্বিতীয়বার হেড কোচ হিসেবে থাকতে হলে আবেদন করতে হবে বর্তমান কোচ রবি শাস্ত্রীকেও। আগামী ৩০ জুলাই বিকেল ৫টার মধ্যে সব পদের জন্য আবেদন করতে হবে। 

আগস্টের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। সেই সফরের কথা মাথায় রেখেই ৪৫ দিন বাড়ানো হয়েছে রবি শাস্ত্রী, সঞ্জয় বাঙ্গারদের মেয়াদকাল। ক্যারিবিয়ান সফর শেষ হবে ৩ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজেই নতুন কোচ ও সাপোর্ট স্টাফ দেখা যেতে পারে। 

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হতে ন্যূনতম যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। কী সেই শর্ত?

১) টেস্ট খেলছে এমন কোনো দেশকে কমপক্ষে দু'বছর কোচিংয়ের অভিজ্ঞতা।

২) সহযোগী দেশ বা আইপিএল'র কোনো দলকে তিন বছর কোচিংয়ের অভিজ্ঞতা।

৩) ৩০টি টেস্ট বা ৫০টি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

৪) বয়স ৬০ বছরের কম হতে হবে। 


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ


আপনার মন্তব্য