২২ জুলাই, ২০১৯ ০৯:৫২

মেসির সঙ্গে মাঠে নামতে মুখিয়ে গ্রিজম্যান

অনলাইন ডেস্ক

মেসির সঙ্গে মাঠে নামতে মুখিয়ে গ্রিজম্যান

ফাইল ছবি

অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন আতোয়া গ্রিজম্যান। বার্সায় যোগ দেওয়ার পর তিনি যে আবেগে ভেসেছেন, সে কথাও জানিয়েছেন তিনি। গ্রিজম্যান জানান, ‘‌জানেন বাবাকে ফোন করেই কাঁদতে শুরু করি। নিজেকে সামলাতে পারছিলাম না। বার্সার সঙ্গে চুক্তি হয়ে গেছে এটা ভেবেই আবেগে ভাসছিলাম তখন।’‌

লিওনেল মেসির সঙ্গে খেলার জন্য ছটফট করছেন তিনি। এ প্রসঙ্গে গ্রিজম্যান বলেন, ‘‌মেসির সঙ্গে খেলার মজাই অন্যরকম। প্রতিদিন ও কীভাবে প্র‌্যাকটিস করে, কীভাবে তৈরি হয়, তা দেখার খুব ইচ্ছা আছে। ও ট্রেনিংয়ে যা যা করে, সেটা করারও চেষ্টা করব। পাশাপাশি মাঠের বাইরে মেসি ঠিক কেমন মানুষ, সেটাও জানতে চাই। মেসি জন্য তো বটেই ক্লাবের জন্য, বাকি সতীর্থদের জন্যও সবটুকু উজাড় করে দেব।’‌ 

নতুন ক্লাবে আর কোন লক্ষ্য নিয়ে যাচ্ছেন?‌ গ্রিজম্যান বলেন, ‘‌বার্সার সমর্থকদের আনন্দ দেওয়াই মূল লক্ষ্য। পাশাপাশি প্রতি মুহূর্তে ফুটবল উপভোগ করতে চাই। বার্সেলোনা দলে সুয়ারেজ আছে, মেসি আছে। আছে ডেম্বেলে, ডি জং এবং আমি। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। বার্সার সমর্থকদের যদি জিজ্ঞেস করেন, তারা বলবে তিনটে ট্রফি চায়। আমরাও সেই লক্ষ্যে ঝাঁপাব।’‌ 
বলেন, 
 
এরপর অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে খেললে বিদ্রুপ শুনতে হতে পারে তাকে। সেটা নিয়ে ভেবেছেন?‌ গ্রিজম্যানের জবাব, ‘‌হতেই পারে। এটা ফুটবলের অঙ্গ। অ্যাটলেটিকোর সমর্থকরা আমাকে খুব ভালবাসতেন। তাই ক্লাব ছাড়ায় তারা কষ্ট পেয়েছেন।’‌ 


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর