২২ জুলাই, ২০১৯ ১০:৪৪

বেল ক্লাব ছাড়লে সবচেয়ে ভালো হয়: জিদান

অনলাইন ডেস্ক

বেল ক্লাব ছাড়লে সবচেয়ে ভালো হয়: জিদান

নতুন মৌসুমেও চিত্রটা পাল্টায়নি রিয়াল মাদ্রিদের। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বায়ার্ন মিউনিখ ৩-১ চূর্ণ করল ১৩ বার চ্যাম্পিয়ন্স লিগজয়ীদের।

প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে প্রত্যেক বছরই মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা দলগুলো যোগ দেয়। আর্সেনালের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ১-২ হেরে গিয়েছিলেন থোমাস মুলার, রবার্ট লেয়নডস্কিরা। রবিবার হিউস্টনে দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ালেন তারা। 

তবে হারের চেয়েও রিয়াল শিবিরে আলোচনার কেন্দ্রে এই মুহূর্তে গ্যারেথ বেল। রবিবার বায়ার্নের বিরুদ্ধে ওয়েলস তারকাকে দলে না রাখায় জল্পনা শুরু হয়ে গিয়েছিল। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকেই জিনেদিন জিদান খোলাখুলি জানিয়ে দিলেন, বেল ক্লাব ছাড়লেই তিনি খুশি হবেন। রিয়াল ম্যানেজার বলেছেন, ‘‘সব চেয়ে ভাল হয়, বেল যদি কালকেই ক্লাব ছেড়ে চলে যায়।’’ এরপরেই তিনি যোগ করেছেন, ‘‘বেলের সঙ্গে আমার কোন ব্যক্তিগত সংঘাত নেই। ওর বিরুদ্ধেও আমি নই। কিন্তু পরিস্থিতি এমন যে, ক্লাবের মঙ্গলের জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বেলকেও সমস্যাটা বুঝতে হবে।’’ 

উল্লেখ্য, ২০২২ পর্যন্ত বেলের সঙ্গে রিয়ালের চুক্তি রয়েছে। কিন্তু বেলকে রাখতে রাজি নন জিদান। যা নিয়ে রিয়াল ম্যানেজারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওয়েলস তারকার এজেন্ট। তিনি বলেছেন, ‘‘ফুটবলারদের সম্মান করতে জানেন না জিদান।’’ 

যদিও এই অভিযোগকে গুরুত্ব না দিয়ে জিদান বলেছেন, ‘‘ওর জন্য ক্লাব খোঁজার কাজ চলছে। এই কারণেই বায়ার্নের বিরুদ্ধে দলে রাখা হয়েছিল ওকে।’’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর