পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশা নিয়ে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সঙ্গে কোরবানির বর্জ্য যেন পরিবেশের কোনো প্রকার ক্ষতি না করে সেদিকেও সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে তিনি এ আহ্বান জানান।
ফেসবুকে সাকিব লেখেন, উৎসবের সঙ্গে সঙ্গে ঈদে থাকুক নিরাপত্তা ও সচেতনতা। কোরবানির কারণে যেন আমাদের পরিবেশের কোন প্রকার ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
বিডি-প্রতিদিন/মাহবুব