১৬ আগস্ট, ২০১৯ ০৮:৪৫

এক দশকে বিশ হাজার আন্তর্জাতিক রান করে বিশ্বরেকর্ড কোহলির

অনলাইন ডেস্ক

এক দশকে বিশ হাজার আন্তর্জাতিক রান করে বিশ্বরেকর্ড কোহলির

ব্যাট হাতে বাইশ গজে ভারতের অধিনায়ক বিরাট কোহলি প্রতি ম্যাচেই রেকর্ড গড়ে চলেছেন। বুধবার পোর্ট অফ স্পেনে এক অনন্য নজির গড়লেন এই তারকা ব্যাটসম্যান। এক দশকে বিশ হাজার আন্তর্জাতিক রান করলেন কোহলি। সেই সঙ্গে তৃতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি করে শচীনকে ছুঁলেন বিরাট।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৯ বলে অপরাজিত ১১৪ রান করেন কোহলি। ১৪টি বাউন্ডারিতে সাজানো কোহলির ৪৩তম ওয়ানডে সেঞ্চুরি। পরিসংখ্যান বলছে ২০১০ সালের পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০,০১৮ রান করেছেন কোহলি। বিশ্বক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি কোহলির। এর আগে রিকি পন্টিং এক দশকে ১৮,৯৬২ রান করেছিলেন।

ওয়ানডে ক্রিকেটে কোন এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক ৯টি সেঞ্চুরি করার রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের। বুধবার সেঞ্চুরি করে সেই রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। শচীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন। বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করলেন ৯টি ওয়ানডে সেঞ্চুরি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর