ভারত ও বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। এজন্য শুক্রবার কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট পরামর্শক কমিটি (সিএসি)'র কাছে সাক্ষাৎকার দেন তিনি। তবে, নতুন করে কাউকে কোচ হিসেবে নিয়োগ দেয়নি সিএসি। বর্তমান কোচ রবি শাস্ত্রীর ওপরই আস্থা রেখেছেন তারা। তা পরীক্ষায় কেমন করলেন বাংলাদেশের কোচ হতেও আগ্রহী হেসন?
সাক্ষাৎকার শেষে কপিল দেব বলেন, বর্তমান কোচ রবি শাস্ত্রীকেই আমরা নিশ্চিত করেছি। কোচ বাছাইয়ে মাইক হেসন দ্বিতীয় এবং টম মুডি তৃতীয় স্থানে রয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী তিনি আরও জানান, সাক্ষাৎকারে আমরা ১০০ নাম্বর ধরে এগিয়েছি। আগ্রহীদের মধ্যে খুব কম পার্থক্য ছিল, যা আমাদের অবাক করেছে। মাইক হেসন ও টম মুডিও খুব ভালো করেছে।
ভারতের কোচ না হলেও অপশন আছে মাইক হেসনের সামনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তার সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে। এখন সময়ই বলে দেবে তার ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায়।
বিডি-প্রতিদিন/মাহবুব