ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের মধ্যকার সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিং বেছে নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আফিফ হোসেনের কল্যাণে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। পরে এই স্পিনার একই ওভারে দ্বিতীয় উইকেট তুলে টাইগারদের ম্যাচে ফেরান।
এরপর একে একে মুস্তাফিজ ও সাকিব আল হাসানও উইকেট শিকারে যোগ দেন। সাকিব এলবিডব্লিউ করে মোহাম্মদ নবিকে ফিরিয়ে দিয়েই নিজের সাড়ে তিনশতম উইকেটের মাইল ফলক স্পর্শ করেন।
ওভারের প্রথম বলে ফিরতি ক্যাচ দিয়েছিলেন নবি। একটুর জন্য ক্যাচ নিতে পারেননি সাকিব। চতুর্থ বলে পেয়ে যান উইকেট। ফ্লিক করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি নবি। পার্টনারের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফিরে যান নবি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম