বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আরো একটি নতুন রেকর্ডের মালিক হলেন ৪১ বছরের ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ক্লাব ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলে তিনি ভেঙে দিয়েছেন সাবেক আজ্জুরি ডিফেন্ডার পাওলো মালদিনির রেকর্ড।
ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলে ৯০২ ম্যাচ মাঠে নেমেছেন মালদিনি। এবার দ্বিতীয়বারের মতো তুরিনে ফিরে দ্বিতীয ম্যাচে মাঠে নেমেই মালদিনির রেকর্ড ভাঙলেন বুফন। শনিবার স্পালের বিপক্ষে ক্লাব ফুটবলে ৯০৩তম ম্যাচ খেলতে নামেন তিনি। ম্যাচটিতে ২-০ গোলে জিতেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
এর আগে ভেরোনার বিপক্ষে ম্যাচটি ছিল জুভেন্টাসে বুফনের দ্বিতীয় মেয়াদের প্রথম ম্যাচ। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে এক বছরের চুক্তি শেষে চলতি মৌসুমে পুনরায় যোগ দেন তুরিনের বুড়িদের স্কোয়াডে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ