কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব মিয়া (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রাকিবের সঙ্গে থাকা রানা মিয়া (১৮) ও তুহিন মিয়া (২০) নামের আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে অষ্টগ্রাম- ইটনা-মিঠামইন সড়কে সড়কের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব মিয়া ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাবুখালী গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি নিজ এলাকায় বাবুখালী বাজারে ব্যবসা করতেন। আহত দুইজনও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছিলেন রাকিব, রানা ও তুহিন। দুপুর একটার দিকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে আঘাত করে। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু ছিঁটকে পড়েন এবং রাকিব মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় স্থানীয়রা রানা ও তুহিনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রহুল আমিন সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র: বাসস
বিডি প্রতিদিন/নাজিম