জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হতে আর মাত্র ৯ দিন বাকি আছে। সেই লক্ষ্যে আজ মঙ্গলবার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা বিভাগের ক্রিকেটাররা বিপ টেস্টে অংশ নিয়েছেন।
এবার এই টেস্টের জন্য ১১ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। গতবারে যেটা ছিল ৮-৯ পয়েন্ট। তবে প্রথম দিনেই অনেক ক্রিকেটারই এই লক্ষ্যের চেয়ে বেশি করেছেন। তবে লক্ষ্য উতরাতে ব্যর্থ হয়েছেন এক সময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ও নাসির হোসেনের মতো ক্রিকেটাররা। ফলে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশ নিতে হলে আবারও ফিটনেস পরীক্ষা দিতে হবে তাদের।
ওই তিন ক্রিকেটার ছাড়াও উত্তীর্ণ হতে ব্যর্থ হওয়াদের তালিকায় আছেন- ইলিয়াস সানি, আরাফাত সানি, নাদিফ চৌধুরী এবং মোহাম্মদ শরিফ।
বিপ টেস্টে ৯.৬ পয়েন্ট পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল। এছাড়াও অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক ৯.৪, অলরাউন্ডার নাসির ৯.৭, ইলিয়াস সানি ৯.৫, আরাফাত সানি ১০.৯, নাদিফ ১০.৪ এবং শরিফ ১০.৬ পয়েন্ট পেয়েছেন।
এনসিএলে অংশ নিতে হলে খেলোয়াড়দের বিপ টেস্টে পাস করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে পাস মার্ক করা হয়েছে ১১। এদিকে বিপ টেস্টে পাস করতে না পারলেও অবশ্য নিরাশ হওয়ার কিছু থাকছে না খেলোয়াড়দের। কারণ আরও কয়েকবার পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে তাদের। এরপরের পরীক্ষায় উৎরাতে পারলে এনসিএলে খেলতে পারবেন তারা।
এর আগের জাতীয় ক্রিকেট লিগেও ক্রিকেটারদের বিপ টেস্ট বাধ্যতামূলক করেছিল বিসিবি। যদিও সেবার ৯ পয়েন্ট পেয়েও সুযোগ পেয়েছিলেন অনেক ক্রিকেটার। কিন্তু এবার টুর্নামেন্টের মান বাড়াতে পাস মার্ক বাড়িয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম