টটেনহামের জালে ৭ গোল দিয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাতে ঘরের মাঠে বায়ার্নকে স্বাগত জানায় টটেনহাম। এই দুই দলের মধ্যে শেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৮৩-৮৪ মৌসুমে উয়েফা কাপে।
ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকা টটেনহাম যায় ১২ মিনিটে। মোসা সিসোকোর পাস থেকে দলকে এগিয়ে দেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সং হিয়ুং মিন। ১৫ মিনিটে জশুয়া কিমিচের গোলে সমতায় ফেরে বায়ার্ন। প্রথমার্ধের শেষ মিনিটে নাব্রির সহায়তায় ব্যবধানটা ২-১ করেন রবার্ট লেভানডভস্কি।
বিরতির পর ৫৩ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন বায়ার্নের নাব্রি। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে টটেনহামকে সমতায় ফেরানোর চেষ্টা করেন হ্যারি কেন। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন নাব্রি। ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডভস্কি। ৮৮ মিনিটে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটিও করেন নাব্রি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ