ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েনের গোলে বেয়ার লেভারকুজেনের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে জুভেন্টাস। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠ তুরিনে লেভারকুজেনকে স্বাগত জানায় জুভেন্টাস।
ম্যাচের ১৭ মিনিটেই জুভেন্টাস এগিয়ে যায় হিগুযেনে গোলে। এরপর ম্যাচে ফিরতে জোর প্রচেষ্টা চালায় লেভারকুজেন। ৬১ মিনিটে জুভদের দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন মিডফিল্ডার ফেদ্রিকো বের্নাদেসসি। ৮৮ মিনিটে লা আলবিসেলেস্তে ফরোয়ার্ডের পাস থেকে গোলের দেখা পান রোনালদো।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ