দুর্দান্ত সময় পার করছে ম্যানচেস্টার সিটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার ধারা বজায় রাখেছে দলটি। মঙ্গলবার দিবাগত রাতে ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ চ্যাম্পিয়নরা ২-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেভের বিপক্ষে।
এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে একের পর এক আক্রমণ চালায় ম্যানসিটি। কিন্তু জমাট রক্ষণ দিয়ে সার্জিও আগুয়েরো-বার্নাদো সিলভা-রিয়াদ মাহারেজদের আটকে রাখে ডায়নামো। দ্বিতীয়ার্ধেও একইভাবে এগোচ্ছিল ডায়নামো। তবে ৫৬ মিনিটে বার্নাদো সিলভাকে তুলে বদলি হিসেবে আক্রমণে রহীম স্টার্লিংকে পাঠান কোচ পেপ গার্দিওলা। সিটি কোচের কৌশল ঠিকই কাজে লেগে যায়। ৬৬ মিনিটে মাহারেজেরে পাস থেকে দুর্দান্ত গোল করে সিটি সমর্থকদের আনন্দে ভাসান স্টার্লিং।
গার্দিওলাকে দ্বিতীয় গোল এনে দেন ফিল ফোডেন। তিনিও নামেন বদলি হিসেবে। ডেভিড সিলভার পরিবর্তে যোগ করা সময়ে মাঠে নেমে একদম শেষ মুহুর্তে সিটির ব্যবধানটা ২-০ করে দেন এই ১৯ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ