ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের জন্য আরো খারাপ খবর নিয়ে এলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম। ফরাসি কোচ জানিয়েছেন, চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে রেড ডেভিলদের মিডফিল্ডার পল পগবাকে।
ইনজুরির কারণে এই ২৬ বছর বয়সী ফরাসি তারকাকে ২০ অক্টোবর লিভারপুলের বিপক্ষে মার্সিসাইড ডার্বিতে সাইডলাইনে বসে খেলা দেখতে হতে পারে। ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার জানিয়েছেন, পগবার ‘চিকিৎসা ও পর্যাপ্ত বিশ্রাম’ দরকার এই মুহুর্তে।
অন্যদিকে ফরাসি কোচ ‘উদ্বিগ্ন’ কারণ এক মাসের জন্য যদি পগবা মাঠের বাইরে চলে যান, তবে ইউরো বাছাইপর্বে আইসল্যান্ড ও তুরস্কের বিপক্ষে ম্যাচে তার কৌশলে পরিবর্তন আনতে হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ