ইউরো ২০২০’র মূল পর্বে জায়গা করে নিতে ড্র'ই যথেষ্ট ছিল স্পেন। আর রদ্রিগো মোরেনোর শেষ মুহূর্তের গোলে সুইডেনের সঙ্গে ড্র'ই করেছে স্পেন।
স্টকহোমে স্বাগতিকদের বিপক্ষে ইউরো বাছাই পর্বের ম্যাচের প্রথম ৩৫ মিনিট পর্যন্ত স্পষ্ট আধিপত্য বজায় রাখে স্পেন। কিন্তু এরপর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় সুইডিশদের হাতে। দ্বিতীয়ার্ধে বের্গের গোলে এগিয়েও গিয়েছিল দলটি। তবে বের্গ আর ফোর্সবের্গের দুটি শট ঠেকিয়ে ডাবল সেভ করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন স্পেন গোলরক্ষক দাদিদ দে গিয়া। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি।
গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্পেন। পরে ৯১তম মিনিটে ফ্যাবিয়ানের নিচু শট দখলে নিয়ে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন বদলি খেলোয়াড় রদ্রিগো।
এই ড্রয়ে গ্রুপ ‘এফ’র শীর্ষস্থান মজবুত করল স্পেন। দ্বিতীয় স্থানে থাকা সুইডেন এখনও ৫ পয়েন্ট পিছিয়ে আছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ