২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাইপর্বে মঙ্গলবার রাতে প্রথমার্ধে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে ভারতের আদিল খানের গোলে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। একে তো প্রতিপক্ষের মাঠ, তার উপর আবার ফিফা র্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতের সঙ্গে 'ড্র'-ও কম নয়।
ভারতের মাটিতে জামাল-সাদদের অসাধারণ পারফরম্যান্সে আনন্দে ভেসেছে পুরো বাংলাদেশ। বাদ যাননি জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের মতো করে ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।
টাইগার ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘দারুণ খেলেছো তোমরা। শেষ মুহূর্তে গোল হজম করলেও তোমাদের নিয়ে আমরা গর্বিত। চলো মাথা উঁচু রেখে পরের ম্যাচের দিকে নজর দেই আমরা।’
মুশফিকুর রহিম লিখেছেন, ‘ছেলেদের জন্য দুর্ভাগ্যই বটে। তবে মাঠের নিবেদন ও পরিশ্রম দেখে আমরা গর্বিত। পরেরবার হবে ইনশাআল্লাহ্। সবসময় সমর্থন থাকবে।’
বাংলাদেশ ফুটবল দল দারুণ খেলেছে জানিয়ে পেসার রুবেল হোসেন লিখেছেন, 'সামনে এর চেয়েও ভালো পারফরম্যান্সের প্রত্যাশায়।’
বিডি-প্রতিদিন/মাহবুব