২২ অক্টোবর, ২০১৯ ১৫:৫৭

ক্যাম্প ও খেলা বয়কট করা পরিকল্পিত : পাপন

ক্রীড়া প্রতিবেদক

ক্যাম্প ও খেলা বয়কট করা পরিকল্পিত : পাপন

১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের ক্রিকেটাররা। তাদের এই ধর্মঘটের সিদ্ধান্তে হতাশ বলে জানিয়েছেন বিসিবি'র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। 

মঙ্গলবার বিকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন বিসিবি প্রধান। 

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। সাকিব-তামিমদের আচরণে আমরা অসন্তুষ্ট। এটা মোটেও কাম্য নয়। আমরা এসব বিষয়ে কিছুই জানি না। তারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ক্রিকেটারদের ক্যাম্প ও খেলা বয়কট করা পরিকল্পিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের না জানিয়ে হঠাৎ খেলা বন্ধ করে দেয়া একটা চক্রান্ত। জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বে নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। কারা এর সঙ্গে জড়িত আমরা তা জানি। তাদের খুঁজে বের করা হবে।

 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর