২২ অক্টোবর, ২০১৯ ১৬:২৪

যড়যন্ত্রের 'নাটের গুরু' বের করব: পাপন

ক্রীড়া প্রতিবেদক

যড়যন্ত্রের 'নাটের গুরু' বের করব: পাপন

ক্রিকেটারদের খেলা বয়কটের সিদ্ধান্তকে যড়যন্ত্র হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ভারত সফর বাতিল করার জন্যই এই যড়যন্ত্র করা হচ্ছে। তবে আমরা ষড়যন্ত্রের নাটের গুরু বের করব।

ক্রিকেটারদের ১১ দফা দাবির মুখে জরুরি বৈঠক শেষে মঙ্গলবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে বিসিবি প্রধান আরও বলেন, ‘এসব দাবি তুলে খেলা বন্ধ করবে তা হতে পারে না। ওরা আমাদের না জানিয়ে, আলোচনা না করেই এসব দাবি তুলেছে। ওরা আমাদের কিছুই জানালো না, কিন্তু মিডিয়াকে জানিয়ে দিল। ওরা জানে ওদের দাবির কথা জানালে আমরা মেনে নেব। এজন্য আমাদের কাছে আসেনি। ওরা আমার ফোন ধরে না, কেটে দেয়। এগুলো সব প্ল্যান। আমরা যেসব কাজ শুরু করেছি সেগুলোই ওরা দাবি করছে। আমি মনে করি ওদের অনেকে জানেই না আসলে আড়ালে কি হচ্ছে।

এর আগে, সোমবার দুপুরে বিসিবি একাডেমির সামনে বেতন ভাতা বাড়ানোসহ  ১১ দফা দাবিতে সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা দেয় টাইগাররা।


বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর