২২ অক্টোবর, ২০১৯ ২০:০৬

'বিশ্বের যে কোনো জায়গায় জিততে সক্ষম ভারত'

অনলাইন ডেস্ক

'বিশ্বের যে কোনো জায়গায় জিততে সক্ষম ভারত'

‘বিশ্বের যে কোনও জায়গায় জিততে পারব আমরা’- দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এমন মন্তব্য করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শুধুমাত্র দেশের মাটিতেই নয়, বিশ্বের যেকোনো স্থানেই তার দল টেস্ট সিরিজ জয়ের ক্ষমতা রাখে বলে দাবি করেন তিনি। 

কোহলি বলেন, ‘আমাদের দলের খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও বিশ্বাস রাখি যে বিশ্বের সর্বত্র আমরা জিততে পারব। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড যে কোনো স্থানেই আমরা জেতার ক্ষমতা রাখি।’

দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। দেশের মাটিতে টানা ১১টি টেস্ট সিরিজ জয়ের বিশ্বরেকর্ড। অবশ্য দেশের মাটিতে সবসময়ই ‘বাঘ’ তকমাটা ভারতের ছিল। আর বিদেশের মাটিতে ‘বিড়াল’। তবে গেল তিন-চার বছরে বিদেশের মাটিতে বলার মত পারফরমেন্স করেছে ভারত। আর দেশের মাটিতে তো ভয়ংকর রুপে রয়েছেই তারা। ভারতের ভয়ংকর রুপ এবার দেখলো দক্ষিণ আফ্রিকাও। তিন ম্যাচের কোনটিতেই লড়াইয়ের ছিটেফটাও দেখাতে পারেনি প্রোটিয়ারা। শেষ দুই ম্যাচে ইনিংস ব্যবধানে হারে সফরকারীরা। প্রথম টেস্টে ২০৩ রানের বড় ব্যবধানে হেরেছিলো দক্ষিণ আফ্রিকা।

দেশের মাটিতে দুর্দান্ত পারফরমেন্সে যেকোন কন্ডিশনে দল জয়ের ক্ষমতা রাখে বলে জানান কোহলি। তিনি বলেন, ‘এই দলকে নিয়ে আমি গর্বিত। আমরা যখন অ্যাওয়ে সিরিজেও খেলেছি, তখনও প্রত্যেক ম্যাচে লড়েছি। আমরা জয়ের জন্য নিজেদের উজাড় করে দিয়েছি। ক্রিকেটাররা অনেক পরিশ্রম করেছে। এই দলের মানসিকতা দেখে মুগ্ধ। দারুণ একটি সিরিজ শেষ করলাম আমরা। বিশ্বের সেরা দল হয়ে উঠতে গেলে বহুমুখি হতেই হবে।’

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর