২৩ অক্টোবর, ২০১৯ ০৩:০৭

আজহারউদ্দিনকে টপকে নজির গড়লেন কোহলি

অনলাইন ডেস্ক

আজহারউদ্দিনকে টপকে নজির গড়লেন কোহলি

এবার মোহাম্মদ আজহারউদ্দিনকে টপকে গেলেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে আজহার দু’‌বার অন্তত তিন টেস্টের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিলেন। রাঁচিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টেস্টে হারিয়ে আজহারের রেকর্ড টপকে গেলেন অধিনায়ক বিরাট।

এর আগে ২০১৬ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বিরাটের ভারত। তারপর ২০১৭ সালে অ্যাওয়ে সিরিজে শ্রীলঙ্কাকে ৩-০ হারায়। তারপর ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ সিরিজ জয়। এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত। বিরাটের নেতৃত্বে তিনবার বিপক্ষকে হোয়াইটওয়াশের নজির গড়ল টিম ইন্ডিয়া। 

আজহারউদ্দিনের অধিনায়কত্বে ১৯৯৩ সালে ভারত ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ডকে। ১৯৯৪ সালে শ্রীলঙ্কাকেও হারিয়েছিল একই ব্যবধানে। ধোনির নেতৃত্বে ভারত একবারই টেস্টে বিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল। ২০১৩ সালে ঘরের মাঠে ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে, ৪-০ ব্যবধানে।

ঘরের মাঠে এই নিয়ে ৬ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল ভারত। অন্তত ৩ টেস্টের সিরিজে। অপরদিকে ফাফ দু’‌প্লেসিস প্রথম দক্ষিণ আফ্রিকা অধিনায়ক যিনি টানা দুটো টেস্ট সিরিজ হারলেন ভারতে। ২০১৫ সালে চার টেস্টের সিরিজে ভারতে এসে ৩-০ হেরেছিল প্রোটিয়ারা। এবার তিন টেস্টের সিরিজ হারতে হল ৩–০ ব্যবধানে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর