১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের ক্রিকেটাররা। তাদের এই ধর্মঘটের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন বিসিবি'র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আর তারই জের ধরে ব্যক্তিগত আক্রমণই করে বসেন বিসিবি সভাপতি।
আজ দুপুরে দীর্ঘ সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যাও তাকে সমাধান করতে হয়েছে। এরপরেও তাদের নানারকম সুযোগ সুবিধা দিচ্ছেন বলেও দাবি করেন পাপন।
এ সময় পাপন বলেন, 'কার ভাইকে এসপি-ডিসি মেরেছে, রাতে সেই এসপিকে ফোন দিয়ে ব্যবস্থা নিতে হয়েছে। এক খেলোয়াড়কে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বলছে মেরে ফেলবে! বিদেশ থেকে এসব থামাতে হয়। কার মামার জমি দখল করে নিয়ে গেছে উত্তরায়, সেটি উদ্ধার করতে হয়েছে। মুশফিকের বাবা, মিরাজের খালা কোন গ্রামে কাকে মেরেছে, সেটার সমাধান আমাকে করতে হয় বিদেশ থেকে। এসময় এগুলো (ধর্মঘট) আমার কাছে ধাক্কা।'
ইমরুল কায়েসের বাচ্চার অসুখের সময় তিনি কীভাবে সাহায্য করেছেন তা উল্লেখ করে পাপন বলেন, 'ইমরুলের বাচ্চা খুব অসুস্থ। সিঙ্গাপুরে নিতেই হবে। আমাকে বলল, আমার ভিসা নেই। কালকের মধ্যে ভিসা করে দিতে হবে। বললাম, টিকিট করে ফেল। এক দিনের মধ্যে সবার ভিসা করলাম। রাতে একটা অনুষ্ঠানের মধ্যে আবার ফোন করল। বলল, বাচ্চার এত খারাপ অবস্থা, ভিআইপি ব্যবহার করতে পারলে ভালো হয়। আমি ভিআইপি ব্যবস্থা করলাম।'
ভালো খেললেই বিসিবি সভাপতি কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন। সেই বিষয়টি উল্লেখ করে নাজমুল হাসান বলেন, '২৪ কোটি টাকা ওদের বোনাস দিয়েছি। এই ১৫ খেলোয়াড়কে। শুধুই পারফরম্যান্সের জন্য। এটা কেউ দেয় নাকি? কী পরিমাণ সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে, এই টাকার জন্য খেলা বন্ধ করে দেবে, বিশ্বাস হয় না।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ