বাংলাদেশকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ।
বাংলাদেশের আসন্ন ভারত সফর নিয়ে ভারতের সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ বলেছেন, আমি মনে করি ভারত-বাংলাদেশ সিরিজে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। বর্তমানের দক্ষিণ আফ্রিকা দলের চেয়ে বাংলাদেশ স্কোয়াড অনেক বেশি অভিজ্ঞ।
৩ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন