Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ অক্টোবর, ২০১৯ ১৩:৪৪
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৯ ১৫:০৪

ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিলেন সৌরভ গাঙ্গুলি

আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিলেন দেশটির সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বুধবার আরব সাগরের তীরে বোর্ডের সদর দফতরে বার্ষিক সাধারণ সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই তাঁকে আনুষ্ঠানিক ভাবে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়।

একই দিন অমিত শাহর ছেলে জয় শাহ দায়িত্ব নিলেন বিসিসিআই সচিবের। অরুণ ধুমল কোষাধক্ষ্য হিসেবে দায়িত্ব নিলেন। প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের চোট ভাই তিনি। এই প্রতিনিধিদের বেছে নিতে কোনও নির্বাচনের প্রয়োজন হয়নি। কোনও বিরোধিতা ছাড়াই এই দায়িত্ব পেল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন এই দল। 

এনডিটিভির খবর, মহারাজা অব ভিজিয়ানাগারাম-এর পর সৌরভ গাঙ্গুলিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির পদে বসলেন।

একগুচ্ছ পরিকল্পনা নিয়েই ভারতীয় ক্রিকেটের মসনদে বসলেন ‘দাদা' খ্যাত সৌরভ গাঙ্গুলি। হাতে সময়টা যদিও খুবই কম। ২০২০-র সেপ্টেম্বর পর্যন্তই তিনি এই দায়িত্ব সামলাতে পারবেন। 

বিডি-প্রতিদিন/মাহবুব

 

 


আপনার মন্তব্য