রাজধানীর গুলশানের সিক্স সিজন হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পুরোনো ১১টি দাবির সঙ্গে আরও দু’টি যোগ করে ১৩ দফা দাবি উপস্থান করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।
বুধবার সন্ধ্যায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান, তামিম ইকবাল, আব্দুর রাজ্জাকসহ অন্যান্য ক্রিকেটাররা অংশ নেন।
ব্যারিস্টার মোস্তাফিজুর ১৩ দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। দাবি গুলো হলো:
১, ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বর্তমান সদস্যদের পদত্যাগ করতে হবে। এই সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে প্রফেশনাল ক্রিকেটার অ্যাসোসিয়েশন নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠিত করতে হবে। ক্রিকেটাররা নির্বাচন করেই তাদের ঠিক করবেন। পেশাদার ক্রিকেটারদের স্বার্থ নিয়ে তারা কাজ করবে।
২, ঢাকা প্রিমিয়ার লিগসহ ঢাকার অন্য লিগগুলো আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। প্লেয়াররা যাতে নিজের পছন্দে ক্লাব চয়েস করতে পারে।
৩, বিপিএল আগামী বছর থেকে আগের নিয়মে নিতে হবে। প্লেয়ার কেনার ক্ষেত্রে। আর বিদেশি ও দেশি ক্রিকেটারদের মধ্যে বৈষম্য দূর করতে হবে।
৪, প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ১ লাখ টাকা দিতে হবে এবং পারিশ্রমিক আরও বাড়াতে।
৫, খেলার সুবিধা আরও বাড়াতে হবে।
৬, জাতীয় ক্রিকেটের চুক্তিতে খেলোয়াড় বাড়াতে হবে।
৭, স্টাফ, গ্রাউন্ডসম্যান, কোচিং স্টাফদের বেতন ও সুবিধা বাড়াতে হবে। বিদেশিদের মতো বিবেচনা করতে হবে।
৮, লিস্ট ‘এ’ ক্রিকেট ম্যাচ ও টুর্নামেন্টে বাড়াতে হবে। এছাড়া ঘরো টি-টোয়েন্টি টুর্নামেন্টও বাড়াতে হবে।
৯, ঘরোয়া ক্রিকেটে ক্যালেন্ডার করে তা মেনে খেলতে হবে।
১০, খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ করতে হবে সময় মতো।
১১, দুটির বেশি ফ্র্যাঞ্চাইজেত খেলতে দিতে হবে।
১২, ক্রিকেটের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ক্রিকেটের আয়ের একটা অংশ ক্রিকেটারদের দিতে হবে।
১৩, নারী ক্রিকেটারদের তাদের ন্যায্য হিস্যা দিতে হবে।
এসময় তিনি জানান, ক্রিকেটারও আলোচনায় বসতে প্রস্তুত। আজ হোক কিংবা কাল- যে কোনো সময় বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন ক্রিকেটাররা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন