বিভিন্ন দাবি নিয়ে ক্রিকেটারদের চলমান এ আন্দোলন কারোর বিরুদ্ধে নয় বলে জানিয়েছেন তাদের মুখপাত্র ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।
বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রিকেটারদের এ মুখপাত্র।
এসময় তিনি আরও বলেন, ক্রিকেটারদের এ আন্দোলন কারোর বিরুদ্ধে নয়, এ আন্দোলন দাবি আদায়ের। কারো ষড়যন্ত্রে ক্রিকেটারদের এ আন্দোলন নয়।
ক্রিকেটার আলোচনায় বসতে প্রস্তুত। আজ হোক কিংবা কাল- যে কোনো সময় বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন ক্রিকেটাররা। ক্রিকেটাররা যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চান বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান, তামিম ইকবাল, আব্দুর রাজ্জাকসহ অন্যান্য ক্রিকেটাররা অংশ নেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন