বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাথে ৪ দিনের প্রীতি ম্যাচ খেলতে বরিশাল গিয়ে পৌঁছেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। বুধবার বিকেলে আকাশ পথে বরিশাল বিমানবন্দরে অবতরণের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিকেল সাড়ে ৫ টার দিকে নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলে ওঠেন তারা।
এর আগে বুধবার সকালে আকাশ পথে বরিশাল বিমানবন্দরে গিয়ে পৌঁছায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে তাদের নগরীর হোটেল স্যাডেনা ইন্টারন্যাশনালে নিয়ে যাওয়া হয়।
১৯৬৬ সালে প্রায় ৩০ একর আয়তনের বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর গত ৫৩ বছরে এই প্রথম কোন বিদেশী দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে বরিশালে পৌঁছেছে। আগামী ২৬ অক্টোবর বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের ম্যাচ শুরু হবে। এর আগের দুই দিন স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দেশের খেলোয়াড়রা।
বয়সভিত্তিক হলেও প্রথমবারের মতো বরিশাল স্টেডিয়ামে বিদেশী কোন ক্রিকেট দলের আগমনের খবরে উচ্ছসিত বরিশালের ক্রিকেটপ্রেমী ও উদীয়মান ক্রিকেটাররা। তারা অধীর আগ্রহে দুই যুব দলের প্রতিযোগীতা দেখতে মুখিয়ে আছে।
এদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের ম্যাচ উপলক্ষ্যে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলন আহ্বান করেছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার