অনেকেই ভেবেছিলেন নাদালের বিয়েতে হাজির থাকবেন রজার ফেদেরার ও তার স্ত্রী মিরকা। কিন্তু সে রকম দেখা যায়নি। যে ব্যাপারে ফেদেরার বলেছেন, ‘‘আমি ওর বিয়েতে আমন্ত্রিত ছিলাম না। আশাও করিনি আমন্ত্রণ পাওয়ার। সেটা কোনও ব্যাপার নয়। নাদালকে আমি বিয়ের দিন শুভেচ্ছা জানিয়েছি। আশা করিনি ও উত্তর দেবে। জানি ও খুব ব্যস্ত এখন বিয়ে নিয়ে। ওর এই আনন্দের দিনে আমিও খুব খুশি।’’
ফেদেরারের সামনেও সোমবার বিশেষ দিন উপস্থিত হয়। খেলোয়াড় জীবনের ১৫০০তম ম্যাচ ছিল সুইস মহাতারকার। ৩৮ বছর বয়সি ফেডেরার বাসেল ওপেনের প্রথম রাউন্ডে বাছাই পর্ব পেরিয়ে আসা জার্মানির পিটার গোজোসেইকের মুখোমুখি হন। এই প্রতিযোগিতায় ফেদেরার ক্যারিয়ারের ১০৩তম খেতাব জয়ের লক্ষ্যেও নামেন। ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এর আগে জার্মান প্রতিদ্বন্দ্বীকে দু’বার হারিয়েছেন। এ দিনও স্ট্রেট গেমে উড়িয়ে দেন তাকে। ফল ৬-২, ৬-১।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ