বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও পরিচালকদের সঙ্গে ১৩ দফা দিয়ে বৈঠক করছেন দেশের ক্রিকেটাররা। বৈঠকে অংশ নিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ অন্যান্য ক্রিকেটাররা।
এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করে ক্রিকেটারদের পক্ষ থেকে ১৩ দফা দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান জানান, বিসিবির কাছে ১৩ দফা দাবি ডাক ও কুরিয়ারযোগে এবং ই-মেইলের মাধ্যমে চিঠি পাঠিয়েছেন।
এসময় সাকিব আল হাসান বলেন, বিসিবির সঙ্গে আলোচনায় বসলেই সমস্যার সমাধান হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন