ব্যক্তিগত কারণে ভারত সফরে যাচ্ছেন না দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। এদিকে, শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্পে হাজির হলেও অনুশীলন করেননি তামিম ইকবাল।
এর আগে পারিবারিক কারণে তামিমের টি-টোয়েন্টি সিরিজে না থাকার শঙ্কা ছিল। সেই শঙ্কাটা এবার সত্যিই হলো। তামিম ইকবালের জায়গা যেতে পারেন আরেক ওপেনার ইমরুল কায়েস। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন ইমরুল কায়েস।
আগামী ৩ নভেম্বর থেকে ভারতের মাটিতে ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর ১৪ নভেম্বর থেকে শুরু হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন