শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে 'বি' গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ান ক্লাব তেরেনগানুর মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস। শনিবার সন্ধ্যায় ৭টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। সেমিফাইনালে উঠেতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই দেশের পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সামনে।
এর আগে, টুর্নমান্টের প্রথম ম্যাচে গোকোলাম কেরালার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে চেন্নাই সিটির বিপক্ষে জয় পায় বসুন্ধরা কিংস।
বি গ্রুপে ৪ পয়েন্ট ও +২ গোল ব্যবধান নিয়ে শীর্ষ দুইয়ে আছে তেরেনগানু ও গোকোলাম কেরালা। কিংসের সংগ্রহ ৩ পয়েন্ট। চেন্নাই সিটি এফসি কোনো পয়েন্ট সংগ্রহ না করায় বিদায় নিশ্চিত হয়ে গেছে। গ্রুপের এই অবস্থানে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে আজ জয়ের কোনো বিকল্প নেই বসুন্ধরা কিংসের। মালয়েশিয়ান ক্লাব তেরেনগানু এফসির সঙ্গে ড্র হলেও বিদায় নিতে হবে পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। সেক্ষেত্রে গোকোলাম কেরালা চেন্নাই সিটি এফসির কাছে হারলেও তারাই খেলবে সেমিফাইনাল। কারণ, প্রথম ম্যাচে গোকোলাম কেরালার কাছে পরাজিত হয়েছেন অস্কার ব্রুজোনের শিষ্যরা। তেরেনগানুর সঙ্গে ড্র করলে কিংসের পয়েন্ট হবে ৪। গোকোলাম কেরালা আজ হারলেও হেড-টু-হেড পয়েন্টের হিসেবে সেমিফাইনালে চলে যাবে তারা। যা-ই ঘটুক, কেরালার সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত। বসুন্ধরা কিংসের মূল লড়াই এখন মালয়েশিয়ান ক্লাব তেরেনগানুর সঙ্গে। সেমিফাইনাল খেলতে হলে এ ক্লাবটিকে বিদায় করতেই হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব