নিজের জন্মদিনে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া পেল রেকর্ড জয়। অন্যদিকে, প্রতিপক্ষ শ্রীলঙ্কার বোলার কাসুন রাজিথা এই ফরম্যাটে বাজে বোলিংয়ের রেকর্ড গড়েছেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ওয়ার্নারের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৯৯ করা লঙ্কানরা ১৩৪ রানে হার মানে। এরই সঙ্গে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় জয় পায় অজিরা। দলটির আগের সবচেয়ে বড় জয় ছিল ২০১৮ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০০ রানে।
অন্যদিকে, লঙ্কান বোলার কাসুন রাজিথা ৪ ওভারে বিনা উইকেটে ৭৫ রান দেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এটি সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল তুনাহান তুরান নামে তুরস্কের এক বোলারের। গত ৩০ আগস্টে তিনি চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৪ ওভারে ৭০ রান দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ