বরিশালে বাংলাদেশ ও শ্রীলংকার বহুল প্রতীক্ষিত ৪ দিনের আন্তর্জাতিক যুব ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। অব্যাহত বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় রবিবার দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় মাঠ পরিদর্শন শেষে পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান। আবহাওয়ার উন্নতি সাপেক্ষে আগামীকাল সোমবার তৃতীয় দিন খেলা শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি।
দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ ও শ্রীলংকা যুব দলের ৪ দিনের আন্তর্জাতিক ম্যাচের উদ্ধোধনী হওয়ার কথা ছিলো গত শনিবার সকাল ৯টায়। কিন্তু গত শুক্রবার থেকে অঝোরে বৃষ্টি হওয়ায় মাঠ খেলার অনুপযোগী থাকায় ওই দিনের উদ্বোধনী স্থগিত করা হয়। মাঠ ভেজা থাকায় প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বরিশাল জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি মো. মাইনুল হাসান জানান, সকালে দুই দলের টিম ম্যানেজার, কোচ ও ম্যাচ অফিশিয়ালরা মাঠ পরিদর্শন করেন। আউট ফিল্ড খেলার অনুপযোগী থাকায় ম্যাচ রেফারি দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোণিা করেন। রবিবার বৃষ্টি না হলে পরদিন সোমবার দুপুরের পর তৃতীয় দিনে খেলা শুরু হতে পারে বলে ধারণা করছেন তারা।
এদিকে বরিশাল স্টেডিয়ামে প্রথমবারের মতো আন্তর্জাতিক যুব ক্রিকেট ম্যাচ ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে ক্রীড়াপ্রেমীদের মাঝে। দূর-দূরান্ত থেকে শত শত ক্রিকেট ভক্ত বরিশাল স্টেডিয়ামে এসে গতকালও দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার খবর শুনে নিরাশ হয়ে ফিরে যান। তবে তারা বরিশাল স্টেডিয়ামে নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা আয়োজনের দাবি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন