ভারতের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে জাতীয় দলের ক্রিকেটাররা দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে। রবিবার প্রথম প্রস্তুতি ম্যাচে সবুজ দলের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরেছে লাল দল। এদিন আউট হওয়ার পর এক দর্শকের উস্কানিমূলক মন্তব্যে মেজাজ হারান লাল দলের হয়ে খেলতে নামা মুশফিকুর রহিম।
১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ৪ রানের মাথায় আরাফাত সানির বলে এবাদত হোসাইনের হাতে ধরা পড়ে আউট হন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক। আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময় দর্শকের সারিতে বসে থাকা এক দর্শক কটূক্তি করেন মুশফিককে। ড্রেসিং রুমে ফিরে ব্যাট রেখেই সঙ্গে সঙ্গে ভি.আই.পি গ্যালারিতে সেই দর্শকের কাছে এসে তাকে শাসিয়ে যান মুশফিক।
তবে ঐ দর্শক জানান, ‘আমি মুশফিককে গালি দেইনি। শুধু বলেছি যা হওয়ার হয়ে গেছে। কিছু করার নেই ব্যাড লাক। আমি তার কাছে ক্ষমা চেয়েছি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ