শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্ট রাওয়ালপিণ্ডি এবং করাচিকে হওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অন্তর্ভুক্ত। পিসিবি'র পরিকল্পনা অনুযায়ী, প্রথম টেস্ট হবে রাওয়ালপিণ্ডিতে ১১-১৫ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট হবে ১৯-২৩ ডিসেম্বর করাচিতে।
প্রসঙ্গত, ২০০৯ সালে লাহৌরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপরে সন্ত্রাসবাদী হামলার পরে কোন বিদেশি দল টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায়নি।
এদিকে, অস্ট্রেলিয়া সফরে মোহম্মদ হাফিজ, শোয়েব মালিকের মতো সিনিয়র ক্রিকেটারকে দলে চেয়েছিলেন পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজম। কিন্তু পাকিস্তান বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা তাতে রাজি নয়।
দল অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ-উল-হকের সঙ্গে এই বিষয়ে আলোচনাও হয়েছে বাবরের। দল নির্বাচনের ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা করা হয়েছিল কি না জানতে চাইলে বাবর বলেন, ‘‘এই বিষয়ে আমি মতামত জানিয়ে দিয়েছি। আমার মনে হয়েছিল দলে কয়েকজন সিনিয়র থাকলে ভাল হয়। বাকিটা নির্বাচকদের সিদ্ধান্ত।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ