তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু করবে টাইগাররা। কিন্তু সেখানকার বায়ু দূষণ নিয়ে এখন বেশি চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
দুই বছর আগে ভারত-শ্রীলংকার মধ্যকার টেস্টে এখানকার বায়ু দূষণ এতটাই প্রকট হয়ে উঠেছিল যে, সফরকারী খেলোয়াড়রা ‘মাস্ক’ পড়তে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশ যেহেতু এই দিল্লিতেই ম্যাচ দিয়ে ভারত সফর শুরু করবে তাই ম্যাচের আগে দিল্লির বায়ু দূষণ তৈরি করছে শঙ্কা।
যদিও দিল্লির বায়ু দূষণ ক্রিকেটারদের ওপর কোনো প্রভাব ফেলবে না আশ্বস্ত করে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘দীপাবলির এক সপ্তাহ পরে এই ম্যাচ। তাই ধরে নেওয়া যেতে পারে এই ম্যাচে খেলোয়াড়দের ওপর বায়ু দূষণ কোনো প্রভাব ফেলবে না। আমরা জানি দীপাবলি উৎসবের পর দিল্লির বায়ু দূষণের মাত্রা এমনিতেই বেড়ে যায়। তবে এটাও ঠিক, দীপাবলি সংক্রান্ত কোনো কিছুই আমাদের হাতে নেই।’
বাংলাদেশ ম্যাচটি দিল্লির পরিবর্তে অন্য কোথাও আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে বিসিসিআইয়েরওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ দল উত্তরে দিল্লি দিয়ে সফর শুরু করবে আর পূর্বের কলকাতায় টেস্ট খেলে সফর শেষ করবে। সফরের সূচি সেভাবেই করা হয়েছে। বাংলাদেশ উত্তর থেকে শুরু করে পশ্চিমে যাবে (নাগপুর, রাজকোট, ইন্দোর) এরপর যাবে পূর্বে (কলকাতা)। মনে হয় না বায়ুদূষণ কোনো সমস্যা তৈরি করবে। বাংলাদেশ সফরের সময় পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা যেন জমির আগাছা না পোড়ান, সে ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে এই রাজ্যের সরকারকে।’
বিডি-প্রতিদিন/মাহবুব