মিশর জাতীয় ফুটবল সংস্থা চায় দেশটির দলের নেতৃত্ব স্থায়ীভাবে তাদের কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ সালাহকে দিতে। কিন্তু বাদ সেধেছেন এখনকার অধিনায়ক ডিফেন্ডার আহমেদ ফাথি। জাতীয় সংস্থা বারবার অনুরোধ করলেও নেতৃত্বের আর্মব্যান্ড তিনি কিছুতেই সালাহকে দিতে রাজি নন। দু’জনে ভাল বন্ধু হলেও না। এমনকি তিনি হুমকি দিয়েছেন, নেতৃত্ব জোর করে কেড়ে নেওয়া হলে আর কোনদিন জাতীয় দলের হয়েও খেলবেন না।
সালাহকে অধিনায়ক করতে মিশর উন্মুখ সম্ভবত একটাই কারণে। ফিফার বর্ষসেরা ফুটবলারদের ভোটাভুটিতে লিভারপুল তারকার দেশই অংশ নিতে পারেনি নিজেদের ভুলে। তাই সালাহ নাকি অসন্তুষ্ট। মহাতারকা ফুটবলারকে সন্তুষ্ট করতেই এখন যে কারণে তাকে জাতীয় দলের স্থায়ী অধিনায়ক করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, মিশর সমস্যায় পড়েছে ফাথি নেতৃত্ব ছাড়তে রাজি না হওয়ায়। তার এজেন্ট নাদের সাওকি বলেছেন, ‘‘হ্যাঁ, এটা সত্যি, ফাথিকে নেতৃত্বের আর্মব্যান্ড সালাহকে দিয়ে দিতে বলা হয়েছে। এই ধরনের অপ্রত্যাশিত, অকারণ এবং অদ্ভুত অনুরোধে ফাথি বিস্মিত। ও সরাসরি জাতীয় সংস্থাকে বলে দিয়েছে, নেতৃত্ব ছাড়বে না। কেনই বা ছাড়বে? জাতীয় দলের হয়ে যথেষ্ট ভাল খেলছে ফাথি। তাছাড়া সালাহকে তো সব সময় পাওয়াই যায় না। আমার ফুটবলার তাই জানিয়ে দিয়েছে, নেতৃত্ব জোর করে কেড়ে নেওয়া হলে আর কখনও জাতীয় দলের হয়েই খেলবে না।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ