সম্প্রতি ভারতের মাটিতে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজে ০-৩ হারার পর টস ব্যবস্থা ছেঁটে ফেলার কথা বলেছিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। একইসঙ্গে ওই লজ্জার হার নিয়ে নানা অজুহাত তুলে ধরেছিলেন তিনি। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় কড়া সমালোচনার সামনে পড়লেন প্রোটিয়া অধিনায়ক।
ডু প্লেসিস বলেছিলেন, “প্রত্যেক টেস্টে ভারত প্রথমে ব্যাট করত, ৫০০ রান করত। তারপর অন্ধকার নেমে এলে ইনিংসে সমাপ্তি ঘোষণা করত। সেই সময় তিন উইকেট পড়ে যেত। ফলে তৃতীয় দিন শুরু থেকেই আমরা চাপে পড়ে যেতাম। প্রত্যেক টেস্টেই এটা কপি-পেস্ট হতো।”
তিন টেস্টেই টস হেরেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই টেস্টে টস হারার পর ডু প্লেসিস তৃতীয় টেস্টে প্রক্সি হিসেবে পাঠিয়েছিলেন তেম্বা বাভুমাকে। কিন্তু তিনিও টস জিততে পারেননি।
আর এই মন্তব্য নিয়েই নেট-দুনিয়ায় চলছে চর্চা। ক্রিকেটপ্রেমীরা ‘হাস্যকর’ হিসেবে চিহ্নিত করেছেন তার মন্তব্য। কেউ বলেছেন, যে দলের অধিনায়কের মানসিকতা এমন, সেই দল কখনও প্রত্যাঘাত করতে পারে না। প্রশ্ন উঠছে তার নিজের ফর্ম নিয়েও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ