পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এতে জাতীয় দলের ভারত সফর নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে আলোচনার পর তাদের দাবি মেনে নিয়েছে বিসিবি। ধর্মঘট প্রত্যাহার করে মাঠে ফিরেছেন সাকিব-মুশফিকরা। প্রাণ ফিরেছে দেশের ক্রিকেটে।
আর ঠিক এমন মুহূর্তে বিস্ফোরক তথ্য দিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বললেন, তার কাছে তথ্য ছিল- ভারত সিরিজ বানচাল হবে।
দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত সফরের এখনও আপনারা অনেক কিছু দেখেননি। দেখেন না কি হয়? আমি বলেছি- এ ধর্মঘটের পেছনে ষড়যন্ত্র আছে। কিছু তো অবশ্যই আছে।
বিসিবি প্রধান আরও বলেন, নিশ্চয়ই হুট করে ক্রিকেটার ক্রিকেট বয়কটের পেছনে কিছু আছে। তাদের খেলা বর্জনের নেপথ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে। আমার কাছে তথ্য ছিল- ভারত সিরিজ বানচাল হবে।
আগামী নভেম্বরে তিনটি টি-টোয়েন্টি ও দু'টি টেস্ট খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ