শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে থাকছেন না অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। ভাই ব্র্যান্ডন স্টার্কের বিয়েতে অংশ নিতে অনুমতি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। অজি এই তারকা ম্যাচ থেকে ভাইয়ের বিয়েকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। স্টার্কের পরিবর্তে ডাকা হয়েছে বিলি স্ট্যানলেক ও শেন অ্যাবটকে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, কোচ জাস্টিন ল্যাঙ্গার খেলোয়াড়দের পারিবারিক মূল্যবোধ সম্পর্কে অবগত। পরিবারকে বাড়তি সময় দিতে স্টার্ককে ছুটি দিয়েছেন তিনি।
এদিকে স্ট্যানলেক বা অ্যাবট দলে সুযোগ পাবেন কিনা তা বিবেচনা না করেই সহ-অধিনায়ক প্যাট কামিন্স সোমবার সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রেলিয়ার শর্ট বলের কার্যকর ব্যবহার অব্যাহত থাকবে, বিশেষত গ্যাবা বা অ্যাডিলেড ওভালের উইকেট বেশ দ্রুত এবং বাউন্সি এবং আমাদের সব বোলারই ছয় (ফুট) চার (ইঞ্চি)।’
বুধবার ব্রিসবেনে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ