রবিবার জার্মানির ব্যাস্ততম নগরী ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়ে গেল মাইনোভা আন্তর্জাতিক ম্যারাথন। সারা বিশ্বের প্রায় ১২ হাজার প্রতিযোগীর সঙ্গে দূরপাল্লার দৌঁড়ে অংশ নেন দেশের হয়ে এখন পর্যন্ত ১১০ আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়া ক্রীড়াবিদ শিব শংকর পাল। যিনি একমাত্র বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ম্যারাথনগুলোতে অংশ নিয়ে ইতোমধ্যে বিরল রেকর্ড গড়ে চলেছেন।
৪২.২ কি. মি. দূরত্বের এই ম্যারাথন শেষ করতে বাংলাদেশি এই দৌঁড়বিদ সময় নিয়েছেন ৩ ঘণ্টা ৩৩ মিনিট। তাকে সমর্থন যোগাতে প্রবাসীদের সঙ্গে গ্যালারিতে ছিলেন পুত্র দিব্য ও কন্যা ত্রয়ী।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় মেসেটুর্ম থেকে শুরু হওয়া ম্যারাথনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান আল্টেন অপার, নিডারাড, গালুস ঘুরে জাক্সেনহাউজেন হয়ে বিখ্যাত ফেস্টহালেতে এসে শেষ হয়। বিশ্বখ্যাত এই ম্যারাথনে অংশ নিয়ে দেশের পতাকা উঁড়াতে পেরে বরাবরের মতই উচ্ছ্বসিত ঢাকার নবাবগঞ্জের শিব শংকর পাল।
জানান, দৌঁড়ানোটাই শিখেছি। বুকে ধারণ করেছি। দৌঁড়ানোর সময়টায় দেশের পতাকাটা শান্তি দেয়, যোগায় অনুপ্রেরণা! লক্ষ্য চলতি বছরের শেষে বাংলাদেশে সফল একটি দূরপাল্লার ও স্বল্পপাল্লার ম্যারাথনের আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন করা, যাতে উঠে আসবে প্রজন্মের অনেক ক্রীড়ানুরাগী!
ম্যারাথনে ২ ঘণ্টা ৭ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ইথিওপিয়ান দৌঁড়বিদ ফিকরে টেফেরা ও নারীদের মধ্যে কেনিয়ার ভালারি আওইয়াবাই। দৌঁড় শেষ করতে তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ১৯ মিনিট ১০ সেকেন্ড।
বিডি প্রতিদিন/কালাম