বর্তমানে বাংলাদেশের ক্রিকেটপাড়ায় সবচেয়ে আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান। বোর্ডের নিয়মভঙ্গ করে টেলকোর সঙ্গে চুক্তি করায় তিনি শাস্তি পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, বিসিবির সভাপতির বক্তব্যে দেখা গেছে সাকিব নিজে থেকেই খেলতে নাও পারেন। এই বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য নেই বলে নিশ্চিত করেছেন আকরাম। তবে তার বিষয়ে আজ জানা যাবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
আকরামের ভাষায়, সাকিবের বিষয়টা আজ মঙ্গলবার আপনাদের বলতে পারব। কোনো অনিশ্চয়তা অফিসিয়ালি আসেনি। আমার কাছে এমন খবর আসেনি যে সাকিব যাবে না। আপনাদের সংবাদ থেকেই এটা শুনছি। অনেকেই বলছে যে ও (সাকিব) যাচ্ছে নাকি যাচ্ছে না! সে কোচের কাছে থেকে ছুটি নিয়েছে কয়দিন। এজন্য অনুশীলন ম্যাচে খেলছে না। আমাদের মাঝে আর অস্থিরতা নেই। যেই সমস্যাটা হয়েছিল আপনারাও জানেন তার সমাধান হয়ে গেছে।
বিডি প্রতিদিন/আরাফাত