পয়েন্ট টেবিলের নিচের দিকের দল দিজোঁর বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হারল প্যারিস সেন্ট জার্মেই(পিএসজি)। এই নিয়ে চলতি ফরাসি লিগ ওয়ানে তৃতীয়তম হার দেখল টমাস টুখেলের দল। অথচ মে মাসেই এই দলের কাছে ৪-০ ব্যবধানে হারে দিজোঁর।
শুক্রবার প্রতিপক্ষ দিজোঁর মাঠেই অনুষ্ঠিত এ ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখে খেলা দলকে লিড এনে দেন পিএসজির এমবাপে। ১৯তম মিনিটে ডি মারিয়ার থ্রু বল ডি-বক্সে পেয়ে দিজোঁর গোলরক্ষককের ওপর দিয়ে তাদের জালে জড়ান ফরাসি এই ফরোয়ার্ড। এবারের লিগে এটি তার চতুর্থ গোল।
এরপর প্রথমার্ধের একদম শেষের দিকে সমতায় ফেরে স্বাগতিকরা। সতীর্থের শট পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস ঠেকানোর পর আলগা বল পেয়ে জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড মুনির।
এদিকে বিরতির পর দ্বিতীয় মিনিটেই গোল খেয়ে বসে টানা দুবারের চ্যাম্পিয়নরা। পিএসজির ডিফেন্ডারদের ছিটকে ফেলে কোনাকুনি শটে কেইলর নাভাসকে বোকা বানিয়ে দলকে এগিয়ে নেন দিজোঁর জোনদার কাদিজ।
বাকিটা সময় গোলের অনেক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি পিএসজি। এর ফলে হেরেই বাড়ি ফিরতে হয় টমাস টুখেলের শিষ্যরা।
বিডি প্রতিদিন/কালাম