উইকেটকিপারের দিকে মুখ করে অদ্ভুত কায়দায় ব্যাটিং করে ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জর্জ বেইলি। বোলার রানআপ নেওয়ার সময় তার দিকে পিছন ফিরে ছিলেন। শেষমুহূর্তে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পুল করেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটারে এই ভিডিও পোস্ট করামাত্রই শোরগোল পড়ে গিয়েছে। সমালোচনার পাশাপাশি বেইলির প্রশংসাও করেছেন অনেকে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ শেফিল্ড শিল্ডে তাসমানিয়া বনাম ভিক্টোরিয়ার ম্যাচের ২৫তম ওভারে।
বোলার ছিলেন ক্রিস ট্রিমেন। রানআপ শুরু করার সময় তার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিলেন বেইলি। মুখ উইকেটকিপারের দিকে। ডেলিভারির ঠিক আগে এক ঝটকায় স্বাভাবিক অবস্থায় এসে পুল করেন। মাঠের সকল ক্রিকেটার চমকে যান। তবে বেইলি হাসছিলেন।
তবে এই প্রথম নয়। এর আগেও অদ্ভুত স্টান্স নিতে দেখা গিয়েছে বেইলিকে। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলার সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচে তাঁকে এভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছিল।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ