গোঁড়ালির ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেছেন ইংলিশ ব্যাটসম্যান জো ডেনলি।
শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হওয়া এই সিরিজের প্রথম ম্যাচে ডেনলির নাম থাকলেও ম্যাচ শুরুর আগে অনুশীলনে গোঁড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হওয়ায় তার আর খেলা হয়নি। তার জায়গায় ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে লুইস গ্রেগরির। ম্যাচটিতে ইংল্যান্ড ৯ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয়।
চলমান সিরিজে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেয়ায় ডেনলি টি-২০ দলে জায়গা করে নেন। সম্প্রতি ঘরের মাঠে এ্যাশেজ সিরিজে তিনি ৩১২ রান করেছেন। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যানকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলেও রাখা হয়েছে।
ইসিবি’র এক মুখপাত্র জানিয়েছেন- আগামী ২১ নভেম্বর থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের আগে ডেনলিকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রাখা হবে এবং তার উন্নতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। যদিও বাকি সিরিজের জন্য ডেনলির পরিবর্তিত কোন খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ইংল্যান্ড। ধারণা করা হচ্ছে টেস্ট সিরিজের আগে তিনি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন। রবিবার ওয়েলিংটনে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম