তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ রবিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাড়ে ৭টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ড্র করেছে শক্তিশালী ভারত।
বিরাট কোহালির বিশ্রামে নেতৃত্বের দায়িত্ব পাওয়া রোহিত শর্মা তাই বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে মরিয়া। এই সিরিজে যাসপ্রিত বুমরা ও হার্ডিক পান্ডিয়াকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অন্যদের পরীক্ষা করে দেখতে চায় ভারত।
হার্ডিক পান্ডিয়া এখনও চোট সেরে উঠতে পারেননি। এই অবস্থায় বাংলাদেশের বিপক্ষে মারকুটে অলরাউন্ডার হিসেবে অভিষেক হতে চলেছে শিবাম দুবের।
২৬ বছর বয়সী শিবাম হার্ডহিটার। জোরে শট মারার ক্ষমতার জন্য নজরে পড়েছেন তিনি। বাঁ-হাতি ব্যাটসম্যান হলেও শিবাম বল করেন ডান হাতে।
ভারতের ঘরোয়া লিগে মুম্বাই ক্রিকেট দলের হয়ে খেলেন ডানহাতি মিডিয়াম বোলার শিবাম। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত মৌসুমে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরে হয়ে খেলেছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমার এই শিবাম। ১৬ ম্যাচে তার মোট রান ১০১২। রয়েছে দুটো সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি। এছাড়া, বল হাতেও রয়েছে সাফল্য। এই ১৬ ম্যাচে তিনি মোট উইকেট পেয়েছেন ৪০টি। এর মধ্যে দু’বার ৫টি করে উইকেট শিকার করেছেন শিবাম।
বিডি প্রতিদিন/কালাম